রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ফরিদ মিয়া (৬৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আজ সোমবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সকাল পৌনে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদ মিয়ার নাতি নাজমুল ইসলাম জানান, ফরিদ মিয়া পরিবার নিয়ে থাকেন দক্ষিণ বাড্ডা নানীর বাড়ি মোড়ে। ৫ মেয়ের জনক তিনি। বছরখানেক ধরে মেরুল বাড্ডায় রাস্তার পাশে পার্কিংয়ে রাখা বিভিন্ন পরিবহনের বাসের দেখাশোনার জন্য নৈশপ্রহরীর চাকরি করতেন তিনি।
নাজমুল আরও জানান, ভোরে খবর পান, মেরুল বাড্ডা ইউলুপের নিচে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা স্থানীয় কেউই জানাতে পারেনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
ফরিদ মিয়া রাজধানীর দক্ষিণ বাডার স্থায়ী বাসিন্দা ছিলেন।