ফরিদপুরের কানাইপুরের দিকনগরের ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের সঙ্গে ইউনিক পরিবহনে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনার সেই বাস চালককে আটক করেছেন র্যাব সদস্যরা।
আজ সোমবার সকালে ফরিদপুর র্যাব ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।
আটক ওই চালকের নাম খোকন মিয়া। তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বাজে বামুনদাহ গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।
সাংবাদিক সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার দুপুরে তাকে আটক করেন র্যাব সদস্যরা।
তিনি আরও জানান, দুর্ঘটনার আগের রাতে ওই চালক রাত ৯টা থেকে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার দিনে ঘুম চোখে নিয়ে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এছাড়া গাড়িটি দ্রুত গতিতে ছিল বলেও উল্লেখ করেন কমান্ডার কেএম শাইখ আখতার।
সংবাদ সম্মেলনে র্যাব কমান্ডার বলেন, বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি থাকায় দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ফরিদপুরের দিকনগরে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর থেকে বাসের চালক পলাতক ছিলেন।