রাজধানীর উত্তরায় জমজম টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উত্তরার জমজম টাওয়ারের মোড় ও ১১নং সেক্টর মাইলস্টোনের সামনে গণমিছিলের সময় এ সংঘর্ষ হয়। এ সময় হেলমেট পরা এক যুবককে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।
এছাড়া সাদা টি শার্ট পরা এক যুবকের হাতে অস্ত্র দেখা গিয়েছিল। প্রাথমিক ভাবে জানা গেছে, ওই যুবকের নাম হাফিজ উর রহমান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-মানবাধিকার সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী।
তবে অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হেলমেট পর যুবকের গুলি করার দৃশ্যের একটি ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মাথায় লাল রঙের হেলমেট পরা এক যুবক আন্দোলনকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। তার মাথায় হেলমেট থাকার কারণে ওই যুবকের চেহারা দেখা যায়নি।
ভিডিওতে আরও দেখা যায়, হেলমেট পরা যুবকের পাশে আরেক যুবক ছিলেন। তার হাতে ছিল একটি লাঠি। ওই যুবক সড়ক থেকে কয়েকটি পাথর তুলে বিপরীত পাশে থাকা লোকজনকে লক্ষ্য করে নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে উত্তরা ১১নং সেক্টরের ১নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উত্তরার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) রাত ৮টায় ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ।
সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সারাদেশের মানুষকে অলি-গলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তারা।