Headline :
মোল্লারহাট উপজেলা বিএনপির আহ্বায়ককে দল থেকে অব্যাহতি যমুনা ব্যাংকের অনিয়ম তদন্তে দুদকঃ এমডির সহযোগিতায় সাবেক মন্ত্রী পূত্রদের ৭০ কোটি টাকা লূটপাট বাংলাদেশের প্রবৃদ্ধির সম্ভাবনা কাজে লাগাতে পারে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত: দূতাবাস নির্বাচন ব্যবস্থা নিয়ে হাসান কিরণের ১০ দফা সুপারিশ ছাত্র আন্দোলনে নিহত দিনমজুর পরিবারের পাশে তারেক রহমান ধর্মীয় উপাসনালয়ে হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ ‘শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে শিক্ষা ব্যবস্থা নষ্ট করা হয়েছে মেহেরুন মনসুরের বিলাসবহুল জীবনযাপনের অর্থের মূল উৎস কোথায় ? আটদিনের সফর গড়াচ্ছে আট মাসে, আটকেপড়া নভোচারীরা ফিরবেন যেভাবে চুক্তি বাতিলের পর থেকে লাপাত্তা মিথিলা-অর্পণা

গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ এর ৩০ তম জন্ম দিন 

Reporter Name / ৪৭ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:০১ অপরাহ্ন

১২ আগষ্ট ২০২৪ সাল রোজ সোমবার ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা আঠার বাড়ি সহিলাটি গ্রামে নিজ  বাড়ি গণতন্ত্রের মহারাজার বাড়ি, গণতন্ত্রের মহারানীর বাড়িতে  কেক কেটে ৩০ তম জন্ম দিন পালিত।

 গণতন্ত্রের রাজা,গণঅভ্যুত্থান এর প্রতীক নিরলস প্রচেষ্টা কষ্ট পরিশ্রম অনলাইনে  অফলাইনে আন্দোলনের প্রতীক, ভালোবাসার সংস্কারক হিরো এন ইউ আহম্মেদ বলেন, নিজের  পরিকল্পনা সিদ্ধান্ত মাধ্যমে নিজেকে গড়া তোলা সখ। এছাড়া সখ বলতে কিছু নাই বলে ধারণা থাকে। 

নিজের স্বপ্ন পরিকল্পনা মাধ্যমে মাধ্যমে  সকল দেশে বিদেশে সব মানুষের জন্য আন্তর্জাতিক ভাবে ১২ টি দিবস পালন এর আহ্বান করে প্রমাণ হয়েছেন। 

নিজের দেশের জন্য আর নিজের দেশের জন্য জন্ম হয় নাই, সব দেশের সব মানুষের তরে জন্য হয়েছেন।

উল্লেখ্য, গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ। ২০২২ সালে ১২ আগস্ট ২৮ তম জন্ম দিনে love hero day,  flag hero day  এবং ২০২৩  সালে ২৯ তম জন্ম দিনে international fair voting day একক ভাবে প্রতিষ্ঠা করেন। ১২ টিভি মিডিয়া পত্রিকা প্ল্যান করেছেন। ২০২৪ সালে ১২ আগস্ট ৩০ তম জন্ম দিনে  সাক্ষরিত ৫ টি আন্তর্জাতিক দিবসের একক ভাবে সাক্ষরিত প্রতিষ্ঠা করলেন 

 নিজের পরিকল্পনা সিদ্ধান্ত স্বপ্ন কে এগিয়ে নিতে এই পর্যন্ত নিজের মা বাবা ভাই বোন এবং নিজের জন্ম স্থান ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা আঠার বাড়ি ইউনিয়ন এর সহিলাটি গ্রাম কে শক্তি শালী হিসেবে পাশে  পেয়েছেন। 

আন্দোলন এর প্রতীক ভালোবাসার গণতন্ত্রের পার্টি – ভিজি পার্টি নেতা ডিজিটাল বীর পার্সন এন ইউ আহম্মেদ বলেন,শুধু নিজের দেশ এবং নিজের দেশের মানুষ জন্য জন্ম ধারণা করে  পরিপূর্ণ বীরত্ব  গাঁথা  না, সকল দেশের সকল মানুষ এর তরে  স্বপ্ন পরিকল্পনা দেখা নিজে গড়া উচিত বলে নিজেকে গড়ে তোলছি।

 গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ 

সূত্র ভালোবাসার গণতন্ত্রের পার্টি – ভিজি পার্টি 

বিবিএফ পার্টি উপকমিটি

ভালোবাসার পার্টি – ভি পার্টি

আই এম পার্টি – উপকমিটি

Dynasty party – D party


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *