কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ দেখে ব্রাজিলের ভক্তরা কিছুটা হলেও স্বান্তনা পেতেই পারেন, আমাদের একজন রাফিনিয়া ছিল। পুরো প্রথমার্ধের চাপের মুখে থেকেও ব্রাজিলের লিড নেয়ার মূল কারিগর তো বার্সেলোনায় খেলা এই উইঙ্গার। ম্যাচের ১২ মিনিটে তার দুর্দান্ত ফ্রি-কিক জালে না জড়ালে এখন পর্যন্ত পিছিয়েই থাকতে পারতো ব্রাজিল। পুরো প্রথমার্ধে চাপের মুখে থেকেও ব্রাজিল নিজেদের টিকিয়ে রেখেছে রাফিনিয়ার ওই গোলের কল্যাণেই।
কলম্বিয়া ঠিক কতখানি আগ্রাসী ছিল তা বোঝা যায় ম্যাচ পরিসংখ্যান থেকে। তারকায় ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিতে পেরেছে মোটে ৩ বার, সেখানে কলম্বিয়ার শট ৮ বার। বল দখলেও ঢের এগিয়ে ছিল তারা। ড্যানিয়েল মুনোজ শেষ সময়ে গোল করে বলতে গেলে নিজেদের প্রাপ্য ফলটাই উসুল করেছেন কলম্বিয়ার জন্য।
কোপা আমেরিকায় শরীরী ফুটবল দেখা গিয়েছে আগেও। কলম্বিয়া ম্যাচেও অব্যাহত থাকলো সেটা। ম্যাচের শুরুতেই হামেস রদ্রিগেজকে ফাউল করে বসেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। তাতে হলুদ কার্ডও দেখেছেন সময়ের অন্যতম সেরা এই তারকা। যার ফলে মিস করবেন কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচটাও।