আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে জোটটির সদস্য রাষ্ট্রের জোরালো সমর্থন চেয়েছে বাংলাদেশ।
শনিবার (৮ জুন) ভিয়েতনামে ৩১তম আসিয়ানের আঞ্চলিক ফোরাম (এআরএফ) জ্যৈষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ আসিয়ানের সমর্থন চান।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. রইস হাসান সরোয়ার। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে সমর্থনের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
এসময় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের অস্থায়ী আশ্রয় থেকে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আসিয়ান নেতাদের এবং এআরএফ সদস্য রাষ্ট্রগুলোর শক্তিশালী এবং আরও কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এই নীতিতে নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এআরএফ কার্যক্রমের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি এবং অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বৈঠকের পাশাপাশি মহাপরিচালক রইস হাসান সরোয়ার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক ডেপুটি সেক্রেটারি মিসেল চ্যান এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতো আস্তানা আবদুল আজিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা করেন।