ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লার মেঘনা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসকের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়।
৩ উপজেলার ২০৬টি কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৫৬ হাজার ৯৬১ জন। চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেঘনা উপজেলায় কেন্দ্র ৪৮টি, মোট ভোটার ১ লাখ ৬ হাজার ৪৮৯ জন। লাকসাম উপজেলায় কেন্দ্র ৭৮টি, মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ১০৩ জন ও মনোহরগঞ্জ উপজেলায় কেন্দ্র ৮০টি, মোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৩৬৯ জন।
মেঘনা উপজেলায় মোট প্রার্থী ১৩ জন, চেয়ারম্যান- ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন। লাকসাম উপজেলায় মোট প্রার্থী ৭ জন, চেয়ারম্যান- ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন। মনোহরগঞ্জ উপজেলায় মোট প্রার্থী ৭ জন, চেয়ারম্যান- ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন।
এ দিকে ভোটকেন্দ্রের নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে ও সাধারণ কেন্দ্রে বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। সেই হিসেবে সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ বা ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
এ ছাড়াও ৩ উপজেলায় ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন কোস্ট গার্ড সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।