আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের গ্রান্ড মাস্টার নর্মের উদ্দেশ্যে ঢাকা টানা দু’টি জিএম টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টে বাংলাদেশের ফাহাদ ব্যর্থ হলেও সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার ঠিকই জিএম নর্ম পেয়েছিলেন। দেশে ব্যর্থ ফাহাদ আবার আবার বিদেশের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
ভিয়েতনামের হ্যানয়ে গ্র্যান্ড মাস্টার-২ দাবা প্রতিযোগিতায় তিনি খেলা শুরু করেছেন। আজ অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ত্রান তুয়ান মিনের সাথে ড্র করেছেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ত্রান তুয়ান মিনের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৪০ চালে ড্র করেন।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠানরত এ ইভেন্টে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টারসহ ১০ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন।
আগামীকাল (বুধবার) দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতইয়াকি আজারইয়া জোদির সাথে খেলবেন। ফাহাদ গত বছর ভিয়েতনাম, মধ্য প্রাচ্য ও ইউরোপে বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলেছেন জিএম নর্মের জন্য। কয়েকটি টুর্নামেন্টে অনেক সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত কাঙ্খিত নর্ম পাননি।